এফএনএস স্পোর্টস: নিজেদের নতুন করে ঢেলে সাজাতে চাচ্ছে শ্রীলঙ্কা। যার প্রমাণও মিলছে। লঙ্কান গ্রেট অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে নতুন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি গঠিত হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেলেন টম মুডি। চুক্তির ফলে আগামী তিন বছরে শ্রীলঙ্কায় কমপক্ষে ৩০০ দিন কাটাতে হবে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। এই সময়ে লঙ্কানদের ভবিষ্যৎ সফর সূচির মূল্যায়ন ও ঘরোয়া ক্রিকেট কাঠামোর দিকে নজর রাখতে হবে তাকে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়ন, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, কোচিং ও সাপোর্ট স্টাফদের কাঠামো গঠন, হাই পারফরম্যান্স ও ডাটা অ্যানালাইসিসের দিকেও নজর রাখবেন। এক কথায় লঙ্কান ক্রিকেটকে ঢেলে সাজাতে বড় দায়িত্বই তুলে দেওয়া হয়েছে মুডির কাঁধে। অবশ্য এর আগেও লঙ্কানদের কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার সময়ে সাফল্যও ছিল অনেক। টেস্টে তো ছিলই, সঙ্গে বিশ্বকাপ রানার্স আপও হয়েছে শ্রীলঙ্কা। এরপর থেকে আইপিএলে কোচ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুডি। তাকে পছন্দ করার পেছনে অরবিন্দ ডি সিলভা জানিয়েছেন, এসব ক্ষেত্রে নিরপেক্ষভাবে গভীর দৃষ্টি দিয়ে ভাবতে পারে এমন একজনকে প্রয়োজন ছিল। যিনি আবার স্থানীয়দের সংস্কৃতি, দেশ ও ক্রিকেটারদের সম্পর্কে ভালোভাবে অবগত।
শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক টম মুডি
0
Share.