স্টাফ রিপোর্টার : একটি বিদেশী রিভালবারসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর থানার চরঘোষপুরের সাকান মার্কেট সংলগ্ন উত্তরপাড়ায় অভিযানে চালায় র্যাবের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার। এসময় সেখান থেকে উক্ত রিভালবারসহ চরঘোষপুর হঠাৎপাড়ার ফজলু প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (২১) কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র কেনা বেঁচাসহ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিদেশী রিভালবারসহ সন্ত্রাসী গ্রেফতার
0
Share.